শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ভুলের পুনরাবৃত্তি করবে না সাব্বির: তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বাংলাদেশ দলের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার কে? এই প্রশ্ন করলে বেশিরভাগ উত্তরেই আসবে সাব্বির রহমানের নাম। একের পর এক বিতর্কিত কাণ্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা এক মাস আগেই শেষ হয়েছে। ডাক পেয়েছেন দলে, অথবা বলা যেতে পারে দলে ডাক পেয়েছেন বলে নিষেধাজ্ঞার মেয়াদ কমে গেছে এক মাস!

 

এ বিষয়ে বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল মনে করেন, আগের ভুলগুলো শুধরে এখন ভালো একজন মানুষ হয়ে উঠবেন সাব্বির।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম ইকবাল।

তামিম বলেন, যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সাব্বির এখন ১৫ জনের অংশ। তার প্রতি শুভকামনা থাকবে, অতীতে যে ভুলগুলো সে করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে।

ভালো মানুষ হওয়ার পাশাপাশি সাব্বিরের কাছ থেকে ভালো ফর্মও প্রত্যাশা করেন তামিম। তার ভাষ্য, ‘ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে। ওর দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করা দরকার সব পালন করবে।

এদিকে ক্রিকেট অঙ্গনে সাম্প্রতিক আলোচনার বড় অংশ জুড়ে আছে ইমরুল কায়েসের জাতীয় দলে সুযোগ না পাওয়া। জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করেও ইমরুলের সুযোগ না পাওয়াকে তামিম মনে করছেন দুর্ভাগ্য, ‘এটা দুর্ভাগ্য, একটা সিরিজে ৩৫০ রানের ওপরে করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে। এতে নির্বাচিত না হওয়া! এটাও মেনে নিতে হবে ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মন মতো হয় না।

পরবর্তীতে সুযোগ এলে ইমরুল লুফে নেবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার বলেন, তবে নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো তাকে নেয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।