নিজের ভালবাসার নাম প্রকাশ করলেন দিশা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার
দিশা পাটানি। বলিউডে ‘বাঘি-৩’ ছবি দিয়েই সবার মন জয় করেছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী বেশ সক্রিয়। একের পর এক আবেদনময় ছবি দিয়ে ভক্তদের মাত করে রেখেছেন তিনি।
তবে সময় এক যায় না সবার। আর তাই এবার ভক্তদের ট্রোল এর শিকার হলে হলেন এ নায়িকা। সম্প্রতি দিশা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এর ক্যাপশন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এমনটি শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করেন দিশা। ডিলিট করা পোস্টটির ভিডিওর ক্যাপশনে যা লেখা ছিল সেটাই হলো ট্রলিংয়ের কারণ। ভিডিওটি যেহেতু একটি অ্যাডের ছিল সে কারণে ক্যাপশনটি সেই অ্যাড সংস্থাই লিখে দিয়েছিল দিশাকে।
সেটাকেই কপি-পেস্ট করার কথা ছিল। কিন্তু আসল ক্যাপশনটির আগে সেই সংস্থা লিখেছিল যে, তারা ফাইনাল ভিডিওটি দিশাকে মেইল করে দেবেন। আপাতত এই ভিডিওটি দিশা ব্যবহার করতে পারেন।
সংস্থার পাঠানো মেসেজটির এই লেখাগুলোও ভুল করে কপি-পেস্ট করে নিজের ক্যাপশনে দিয়ে ফেলেছিলেন দিশা। যার পর থেকেই শুরু হয়েছে ট্রলিং পর্ব।
এছাড়াও দিশার বোধ-বুদ্ধি নিয়ে নানা কথা ওঠে। দিশা যতক্ষণে ভুল লেখাটি দেখে পোস্টটি ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছেন ততোক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। তবে বিষয়টি খুব একটা পাত্তা দিচ্ছেন না দিশা।
তিনি পরবর্তীতে বলেন, সমালোচনায় আমি কান দিই না। ভক্তদের আমি ভালোবাসি। তাদের ভালোলাগা বা খারাপ লাগার গুরুত্ব আমার কাছে আছে। কিন্তু তাদের প্রতিক্রিয়া যখন নোংরা কিছু হয় তা সবসময় দুঃখজনক।
