শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পার্নো মিত্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র প্রেম করছেন। প্রেমিক রনি দেব পেশায় একজন হোটেল ব্যবসায়ী। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনের প্রাক্তন প্রেমিক বিক্রম পুরীর বন্ধু রনি।

মূলত রাইমের সূত্রেই রনি ও পার্নোর পরিচয়। প্রথমে ফোনে এবং মেসেজে কথা হয় দু'জনের। সেখান থেকে বন্ধুত্ব এবং তারপরেই মন দেওয়া নেওয়া। সম্প্রতি বিভিন্ন কফিশপে দেখা গেছে দু'জনকে।

গল্পের বই পড়তে ভালোবাসেন পার্নো। সেটা জেনেই রনি গল্পের বই উপহার দিয়েছেন পার্নোকে। রনি থেকে পাওয়া বিশেষ উপহারে তার প্রতি দুর্বলতা তৈরি হয় অভিনেত্রীর। 

 

প্রসঙ্গত, এর আগে পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে নাকি প্রেম ছিল পার্নো মিত্রর। পার্নো-মৈনাকের দাবি ছিল, তারা কেবলই বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বন্ধুত্বের থেকেও আরও বেশি কিছু ছিল তাদের মধ্যে।