সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কঠিন লড়াইয়ে ফাইনালে সাইনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

ব্যাডমিন্টনে এবারও পদকের আসা জাগালেন ভারতের সাইনা। শনিবার কঠিন লড়াইয়ে ইন্দোনেশিয়া মাস্টার্স ২০১৯ এর ফাইনালে উঠলেন সাইনা।

সেমিফাইনালে ৫৮ মিনিটে তিন গেমের লড়াইয়ে চিনা প্রতিদ্বন্দ্বী হি বিঙ্গজিয়াওকে হারালেন সাইনা। ভারতীয় ব্যাডমিন্টন তারকার পক্ষে ম্যাচের ফল ১৮-২১,২১-১২,২১-১৮। প্রথম গেম হারলেও পরের দুই গেমে দারুণ কামব্যাক করেন সাইনা।

গত বছর ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি সাইনার। ভাগ্য পাল্টে এবার বছরের প্রথম ট্রফিটা সাইনা পাবেন কীনা- এখন সেটাই দেখার অপেক্ষা ভক্তদের।