বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের পাশাপাশি দেশকে দুর্নীতি মুক্ত করা।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী হওয়ার পর জাহিদ মালেক স্বপন প্রথম মানিকগঞ্জে আসনে। প্রথমবারের মতো মানিকগঞ্জে আওয়ামী লীগের কেউ পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন। তাই জেলা আওয়ামী লীগের পাশাপাশি গণসংবর্ধনা সভায় মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।

মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের স্ত্রী সাবানা মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন ডিসি এসএম ফেরদৌস, এসপি রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা।

জাহিদ মালেক স্বপন বলেন, স্বাস্থ্য বিভাগে আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি। মানিকগঞ্জবাসীর দাবি ছিল পূর্ণাঙ্গ মন্ত্রীর। আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন বলেই প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতো বড় একটি মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। এ গৌরব মানিকগঞ্জবাসীর।

মন্ত্রী বলেন, প্রধান মন্ত্রী শেথ হাসিনা দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। দেশের উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন। দেশ কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।

সংবর্ধনা সভায় দুই শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।