বুধবার   ২২ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১   ১৪ জ্বিলকদ ১৪৪৫

আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) র‌্যাংকিংয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ; যার প্রায় ৭৫০০ গার্মেন্ট এবং টেক্সটাইল কারখানায় ৭৫% ফ্যাব্রিক আমদানি হয়ে থাকে। 

এ কারণেই এসব কাঁচামালের বড় বাজার বাংলাদেশ। দেশের গার্মেন্টশিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) অনুষ্ঠিত হয়ে গেলে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর। সেমস গ্লোবাল ও চীনের সিসিপিআইটি টেক্সের আয়োজনে চার দিনের ‘ইন্টারন্যাশনাল ইয়ার্ন ও ফ্যাব্রিক’, ‘ইন্টারন্যাশনাল ডেনিম শো’ এবং ‘ডাইকেম শো’ এই তিন প্রদর্শনীর শেষ দিনে পণ্য দেখতে ভিড় করেছে এ খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। পণ্যের গুণগত মানের সঙ্গে দামের মিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তারা। তিনটি প্রদর্শনীতেই নানা পণ্যের পসরা সাজিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রদর্শকরা। গতকাল শনিবার ছিল মেলার শেষ দিন।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিশ্বের ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে গার্মেন্ট ও টেক্সটাইল তৈরির অত্যাধুনিক প্রযুক্তি, সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফ্যাব্রিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি এবং অন্যান্য মেশিনারিজের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। গত বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তিনটি প্রদর্শনীর উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীর চাপ বাড়তে থাকে। এ ছাড়া শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় দর্শনার্থী কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নানা মান ও রঙের ফ্যাব্রিকের ব্যবহার বর্ণনা করছেন স্টলগুলোর বিক্রয়কর্মীরা।

প্রদর্শনীতে আসা ব্যবসায়ী ও উদ্যোক্তারা পছন্দের পণ্য কেনার পাশাপাশি বুকিং দেওয়ার সুবিধা পাচ্ছেন। এ ছাড়া ‘ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ ও ‘ডাইকেম শো’ প্রদর্শনীতে গার্মেন্ট ও টেক্সটাইল তৈরির প্রযুক্তি, সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফ্যাব্রিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি এবং অন্য মেশিনারিজের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। একাধিক স্টল নিয়ে পণ্য প্রদর্শন করছে অনেক প্রতিষ্ঠান।

সেমস গ্লোবালের জনসংযোগ ও যোগাযোগ বিশেষজ্ঞ অদিতি মণ্ডল বলেন, ‘তিনটি প্রদর্শনীতে উদ্যোক্তাদের ব্যাপক সমাগম ঘটেছে।’