শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

খুলনার বিপক্ষে সিলেটের ৫৮ রানের জয়

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। আর ৫৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে অলকের সিলেট।

শনিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে সিলেট। জয়ের জন্য মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনার দরকার ছিল ১৯৬ রান। কিন্তু সিলেটের বোলিং তোপে ১৮.১ ওভারে ১৩৭ রানেই থেমে যায় রিয়াদের খুলনা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো ব্যাটিং দিয়ে ইনিংস শুরু করে খুলনা টাইটান্সও। যদিও দলটি রানের ধারা ধরে রাখতে পারেনি শুরুর গতিতে। দলীয় ২৭ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও ৬৪ রানে ওয়ান ডাউনে নামা আল-আমিন বিদায় নিলে রানের গতিও একটু শ্লথ হয়ে যায়। আরেক ওপেনার ব্রেন্ডর টেলর খেলছিলেন দেখেশুনেই। তবে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করে তিনিও ফেরেন সাজঘরে।

 

টেলরের বিদায়ের পর খুলনার ব্যাটসম্যানদের আরও চেপে ধরে সিলেট। নাবিল সামাদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাঝখানে আরিফুল হক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সফল হননি। তার ব্যাট থেকে আসে ২৪ রান, ২১ বলের মোকাবেলায়।

শেষপর্যন্ত ১৮.১ ওভার ব্যাট করেই ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনা। এতে সিলেট পায় ৫৮ রানের বড় জয়।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল সিলেট। প্রথম উইকেটে লিটন দাস ও আফিফ হোসেন মিলে ৭১ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তার করা বলে ডেভিড উইজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর দলীয় ৮৪ রানে জেসন রয়কে মাত্র ১ রানে ফেরান তাইজুল। তার বলে জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। পাঁচ রানের ব্যবধানে আফিফকে ব্যক্তিগত ৪৯ রানে ফেরান তাইজুল।

এরপর নিকোলাস পুরানকে সঙ্গে করে দলের হাল ধরার চেষ্টা করেন সাব্বির। তবে দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ১২ রানে জুনায়েদের বলে উইকেট বিলিয়ে দেন পুরান। এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে করে জুটি গড়েন সাব্বির। শেষ দিকে দু’জনই ব্যাটে ঝড় তোলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নওয়াজ।

 

এর আগে নিজেদের প্রথম ৯ ম্যাচের মাত্র ৩টিতে জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আছে সিলেট। আর ৯ ম্যাচের মাত্র ২টিতে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে খুলনা।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স ১৯৫/৪ (২০ ওভার)

আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নাওয়াজ ৩৯*

তাইজুল ৩০/৩, জুনাইদ ৪৮/১

খুলনা টাইটানস : ১৩৭ (১৮.১ ওভার)

টেলর ৩৪, আরিফুল ২৪

নাবিল ২০/৩, তাসকিন ৬/২

ফল: সিলেট সিক্সার্স ৫৮ রানে জয়ী।