‘শেষ দুই ম্যাচ জিততে চাই’
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

পয়েন্ট টেবিলের তলানির লড়াইয়ে ছিল দুটি দল- খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্স। ভালো দল গড়েও সাফল্যের খরায় ভুগছিল দল দুটি। তবে লিগ পর্বের শেষ দিকে এসে ছন্দ খুঁজে পেয়েছে সিলেট সিক্সার্স।
সিলেট ছন্দ খুঁজে পেলেও এখনো সাফল্য থেকে অনেকটাই বিচ্ছিন্ন খুলনা টাইটানস। সিলেট ১০টি ম্যাচ খেলে ৪টি জয় তুলে নিলেও সমান সংখ্যক ম্যাচ খেলে খুলনার জয় মাত্র ২টি। শনিবারের পরাজয়ে নিশ্চিত হয়েছে শেষ চারের আগেই খুলনার বাদ পড়া।
সিলেটের কাছে ৫৮ রানে হেরে যাওয়া ম্যাচ শেষে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আবারো হতাশা প্রকাশ করলেন। তিনি বলেন, এটা খুবই হতাশাজনক একটি আসর- আমি এবং আমার দলের জন্য।
অসহায়ত্ব প্রকাশ করা রিয়াদকে না মানালেও বাস্তবতা মেনে বিচক্ষণ এই অধিনায়ককে এবার তাকাতে হচ্ছে ‘শেষ ভালো’র দিকে। অন্তত শেষটা হোক জয়ে! রিয়াদের তাই প্রত্যাশা, জিততে পারবেন বাকি থাকা দুটি ম্যাচ, ‘আমাদের শেষ দুটি ম্যাচ বাকি আছে। (শেষ চারের সুযোগ না থাকলেও) এই ম্যাচ জুটি জিতব বলে আশা করছি।’
দল হারলেও এদিন দারুণ পারফর্ম করেছেন খুলনা টাইটানসের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও দেশি স্পিনার তাইজুল ইসলাম। তাদের প্রশংসা করে রিয়াদ বলেন, ব্রেন্ডন টেলর দুর্দান্ত ব্যাটিং করেছে। বল হাতে তাইজুল ইসলাম আমাদের সেরা পারফর্মার।
সিলেটকে বড় জয় এনে দেয়ার পেছনে যার বড় অবদান, সেই মোহাম্মদ নাওয়াজ ম্যাচ সেরার পুরস্কার নেয়ার সময় জানান- এখন তারা শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছেন।
নাওয়াজ বলেন, আমার বেশ ভালো লাগছে। আমি নিজেকে প্রমাণের এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম।
সিলেট সিক্সার্সের পাকিস্তানি এই ক্রিকেটার আরো বলেন, সুযোগ পেয়ে পারফর্ম করতে পেরে ভালো লাগছে। আগের ম্যাচগুলোতে অনেক ভুল করেছিলাম। কিন্তু দল এখন দারুণ খেলছে। আশা করি সামনের দুটি ম্যাচও জিতব এবং শেষ চারে কোয়ালিফাই করবো।