আমির বাবুর পাশে দাঁড়াল রাজশাহী কিংস
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

সাবেক ক্রিকেটার, কোচ ও ক্রিকেট সংগঠক আমিরুজ্জামান (আমির বাবু) বেশ কিছু দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। বেশ কিছু গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তা রাজশাহী কিংস টিম ম্যানেজমেন্ট, অফিসিয়াল ও খেলোয়াড়দের চোখে পড়ে। আর এতেই তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় কিংস।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের সঙ্গে ম্যাচ শুরুর আগে আমিরুজ্জামানের পারিবারিক বন্ধু শফিকুল ইসলামের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন রাজশাহী কিংসের প্রধান পরিচালন কর্মকর্তা শামসুর রহমান। এ ব্যাপারে তাহমিদ আজিজুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন যেখানে এসেছে তার পেছনে অনেক মানুষের অবদান আছে। অনেকেই টাকার কথা না ভেবে ক্রিকেটের জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছেন। আমিরুজ্জামান সেরকমই একজন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন, পরে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক থেকে তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেক ক্রিকেটার। এই দুঃসময়ে রাজশাহী কিংস পরিবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পাশে এসে দাঁড়ানোর।
খুব স্বল্প সময়ের মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাসহ সবাই সাহায্যের হাতবাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করি, আমিরুজ্জামানের চিকিৎসার জন্য বাকি যে অর্থ প্রয়োজন, সেটি সংগ্রহ করার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করবে