যক্ষ্মা নির্ণয়ে জিন এক্সপার্ট
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

ফেনীর মহিপালে বক্ষব্যাধি হাসপাতালে যক্ষ্মা নির্ণয়ে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। গত ১০ মাসে অত্যাধুনিক এ মেশিনের সুবিধা নিয়েছেন প্রায় ৪০০ রোগী। স্বল্পসময়ে রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা দিতে এর বিকল্প নেই বলে মন্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের।
মানসম্পন্ন উপায়ে যক্ষ্মা রোগ নির্ণয়ে গ্লোবাল ফান্ডের সহায়তায় মেশিনটি স্থাপন করেছে সরকার। মহিপাল বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মার জীবাণু পরীক্ষা করা হয় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত।
হাসপাতালের বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ ডা. মীর ইফতেখার মোস্তাফিজ বলেন, জিন এক্সপার্ট মেশিনটি মূলত রিয়েল টাইম পিসিআর মেশিন। এর মাধ্যমে মাইক্রোবেকটেরিয়াম টিউবার ক্রোসিস, রোগের জিন কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা যায়। সাধারণ মাইক্রোস্কপিতে প্রতি স্যাম্পলে পাঁচ হাজার জীবাণু লাগে রোগীর রিপোর্ট পজেটিভ আসতে। এ মেশিনে মাত্র ১০০ জীবাণু থাকলেই পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এমনকি কোন রোগী ড্রাগ রেজিস্টার্ড কিনা তাও জানা যায়। এসব পরীক্ষায় সময় লাগে মাত্র দুই ঘন্টা।
মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন বলেন, জিন এক্সপার্ট মেশিনের নিরাপত্তার জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘর প্রয়োজন। এমনকি জীবানুও ঘরের বাইরে ছড়াতে পারে না। তাই আমাদেরও ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।