ঘুরে আসুন স্বপ্নের শহর শিলিগুড়ি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

শিলিগুড়ি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরভাগে দার্জিলিংয়ের একটি শহর। শহরটি দক্ষিণ হিমালয়ের তরাই অঞ্চলে, মহানন্দা নদীর পশ্চিমে অবস্থিত। উত্তরে হিমালয় পর্বত, মহানন্দা নদীর তীরেই ভারতের স্বপ্নের শহর শিলিগুড়ি।
শহরটির দৈর্ঘ্য মাত্র ৪৮.৩ বর্গকিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রাচীন বাষ্পীয় ইঞ্জিনে টানা একটি টয় ট্রেন পাহাড় বেয়ে খাড়া পথ ধরে চলাচল করে এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
এছাড়া এখানে রয়েছে করাতকল ও প্লাইউডের কারখানা। বাণিজ্য ও পরিবহন এখানকার প্রধানতম অর্থনৈতিক কর্মকাণ্ড।
কীভাবে যাবেন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের কেন্দ্রবিন্দু শিলিগুড়ি। ট্রেনে,বাস ও বিমানে যেতে পারেন শিলিগুড়ি।
শিলিগুড়িতে পরিদর্শনযোগ্য স্থান
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, হংকং বাজার, জলদাপাড়া, গরুমারা, কোচবিহার, মিরিক, কালিঝোড়া ও মহানন্দা নদীবক্ষস্থ সুকনা।