অনুপমের কণ্ঠে বিশালের গান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
কলকাতা ও বাংলাদেশ দুই বাংলার মানুষেরই মন জয় করেছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। স্বভাব সুলভ ভাবে নিজের গান নিজেই লিখেন ও সুর করেন তিনি। অন্যের লেখা ও সুরে তেমন পাওয়া যায় না এই শিল্পীকে। কিন্তু এবার বাংলাদেশের গীতিকার ওমর ফারুক বিশালের লেখা ও রবিন ইসলামের সুর সংগীত করা একটি গান কণ্ঠে তুলেছেন তিনি।
পারছি তো খুব, লুকোতে ব্যথা,জলভরা দু’চোখ, মন কি তোমার, চাই না কভু, আমার ভালো হোক- এমন কথার গানটির শিরোনাম ‘পারছি তো খুব’।
এই গান নিয়ে অনুপম রায় বলেন, ‘পুরোটা গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সঙ্গীতও চমৎকার হয়েছে। তাই গান করবো না- এই কথা বলার সাহস পাইনি। গানের গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।’
গানটি নিয়ে ওমর ফারুক বিশাল বলেন, ‘প্রায় চার মাস আগে গানটি লিখেছিলাম। সংগীত পরিচালক রবিন ভাই অনুপম কে মাথায় রেখেই গানটি লিখতে বলেছিলেন। মজার ব্যাপার হলো, রাজার বাগ পুলিশ লাইন থেকে বাসে করে সাতরাস্তা আসার মধ্যেই গানটি লিখেছিলাম।
২৫ থেকে ৩০ মিনিট লেগেছিলো গানটি লিখতে। পরে অবশ্য কিছুটা ঠিকঠাক করেছি। এখন ভাবলে মনে হয়, গানটি আমি লিখিনি- উপরওয়ালা আমাকে দিয়ে লিখিয়েছেন। যাই হোক, গানটা ভালো হয়েছে। এখন শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’
অনুপমের গাওয়া ‘পারছি তো খুব’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল রানা। ভিডিওতে দেখা যায় অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে।
