শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নুরুল আলম আতিকের সিনেমায় মনজ-প্রসূন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা নুরুল আলম আতিক তার ফেসবুক প্রোফাইলের নাম দিয়েছেন ‘মানুষের বাগান’। বেশ কিছুদিন ধরেই এমনটাই দেখা যাচ্ছে। অবশেষে জানা গেল নুরুল আলম আতিক এই নামেই একটি সিনেমা নির্মাণ করছেন। জানা গেল, মানুষের বাগান সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মনজ কুমার ও প্রসূন আজাদ।

সিনেমাটির বিষয়ে এখনই বেশি কিছু বলতে চান না নির্মাতা। এ বিষয়ে জানতে চাইলে ‘ডুবসাঁতার’খ্যাত নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘শুটিং বেশ কিছুদিন হলো চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি এটির কাজ শেষ হবে। ছবিটি নিয়ে এর বেশি এখনই চাচ্ছি না। আর একটু গুছিয়ে নিই।’

জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের চার, পাঁচটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। গল্পগুলোতে মনজ, প্রসূন ছাড়াও অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়াসহ বেশ কয়েকজন।

একটি সূত্রে জানো গেছে, এই সিনেমায় প্রসূনের চরিত্রটি একজন ডিরেক্টরের। অভিনেতা মনোজ বলেন, ‘এ ছবির যে কোনও চরিত্রে অভিনয় করতে পারাটাই বিরাট ভাগ্যের ব্যাপার।’

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে ছবিটির শেষাংশের শুটিং শুরু হবে।