প্রচার উপ-কমিটির সদস্য হলেন শেখ তন্ময়, আরো আছেন যারা
নিজস্ব প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
বাগেরহাট-৪ আসনের এমপি তরুণ নেতা শেখ সারহান নাসের তন্ময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য হয়েছেন।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ প্রচার উপ-কমিটির সদস্য হিসেবে শেখ তন্ময়ের নাম ঘোষণা করেন।
শেখ সারহান নাসের তন্ময় ছাড়াও সাবেক ছাত্রনেতা সুজাতুর রহমান, মাসুদুর রহমান এবং সালাউদ্দিন রিপনকে প্রচার উপ-কমিটির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ।
এ সময় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত ছিলেন।
শেখ সারহান নাসের তন্ময় (৩২) বঙ্গবন্ধুর পরিবারের সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে এমপি শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।
