সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ওয়েজ বোর্ডের সমাধান দ্রুতই

নিজস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

নবম ওয়েজ বোর্ডের বিষয়ে যত দ্রুত সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিষয়টি একেবারে সহজ নয়, জটিল কিছু বিষয় আছে। একদিকে সমাধান করলে হবে না, সবপক্ষকে নিয়ে বসতে হবে। এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বসা হবে।

শনিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শুরু হয়।

 

এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।