সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান মন্ত্রী গাজীর

নিজস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, ‘আমাদের সকলেরই দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যতবারেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে ততোবারেই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে।’

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় আশালয় হাউজিং মাঠে রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘মাদকের মরণ নেশায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। মাদকাসক্তি সমাজকে কলুষিত করে সমাজের সকল স্তরে বিভিন্ন সমস্যার জন্ম দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে স্থানীয় শিক্ষিত সমাজকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা ও শিক্ষিত সমাজ যদি প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তবে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব। শুধু সরকারই নয়, মাদকের মূল উৎপাটনে সর্বস্তরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানুস প্রমুখ।