উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান হানিফের
নিজস্ব প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
উপজেলা নির্বাচনে না আসাটা বিএনপির জন্য আত্মঘাতি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ডিআইটি চত্বরে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি।
মাহবুব উল হানিফ বলেন, ওনারা (বিএনপি) আসন্ন উপজেলা নির্বাচন বর্জন ঘোষণা করেছেন। নির্বাচনে অংশ না নেওয়া হবে বিএনপির জন্য চরম আত্মঘাতি সিদ্ধান্ত। নির্বাচনে অংশ না নেয়ার কোন বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করতে উপজেলা নির্বাচনে অংশ নিন।
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা জানি যে, এই দেশের রাজনীতির দুইটি ধারা আছে। একটি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে এবং আরেকটি স্বাধীনতা বিরোধী, একাত্তরের শোষনকারিদের পক্ষে কথা বলে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, আগে মনে করতাম ২০ দলীয় জোটের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৃজনশীল রাজনীতি করতে চান। কিন্তু সম্প্রতি তার কিছু কথাবার্তায়, মিথ্যাচারে আমরা হতাশ হই। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির চরমভাবে পরাজয় হয়েছে। আমরা যদি তাদের রাজনীতির ইতিহাস দেখি তাহলে দেখবো যে তারা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে নাই। বিএনপির সরকার থাকাকালীন এই দেশকে দূর্নীতির জন্য বিশ্বের মধ্যে এক নম্বর ছিলো।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, আশরাফুল ইসলাম স্বল্প ও মিষ্টিভাষী একজন ব্যক্তি ছিলেন। একজন আদর্শ ব্যক্তি বলতে যা বুঝায় তিনি তা ছিলেন। তিনি সৃজনশীল রাজনীতি করতেন। মানুষের মাঝে জনপ্রিয়তা পাওয়ার জন্য আমরা অনেকে অনেক কথা বলি। কিন্তু সৃজনশীল রাজনীতি ছিলো তাঁর বৈশিষ্ট্য।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেবে না বিএনপি।
