শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির পরিকল্পনায় সরকার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

তৃণমূল জনগোষ্ঠীর কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রায় এক লাখ ১৩ হাজার ৩০৮ জনকে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দিয়েছে।

২০২০ সালের মধ্যে আরও ৫৮ হাজার ৮২৪ জনের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ সম্পন্ন হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ইতিমধ্যে সারা দেশে প্রায় ৭৫ হাজার যুব নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে আইটিবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছরে অনলাইন অফিস ব্যবস্থাপনাবিষয়ক ২৪ হাজার ৫২৫ জন, ন্যাশনাল ওয়েব পোর্টালবিষয়ক চার হাজার ৬০০ কর্মকর্তা-কর্মচারী এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ব্যবহার ও সংরক্ষণবিষয়ক আট হাজার ৭০৩ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নাটোর জেলায় পুরনো জেলখানায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’-এর মাধ্যমে ৪৮০ জনকে আইটি প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ভাষা প্রশিক্ষণ ল্যাবে কাজ করার জন্য ৯টি বিদেশি ভাষায় এক হাজার ২৪ জনকে মাস্টার ট্রেইনারের কার্যক্রম চলমান রয়েছে। এসব মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শেষে জেলা পর্যায়ে বিদেশগামী তরুণ-তরুণীদের ৯টি বিদেশি ভাষার ওপর প্রশিক্ষণ দেবেন।

সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক বিষয় নারীর ক্ষমতায়নকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি বিভাগ ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই ২০১৭ থেকে সারা দেশের বৃহত্তর ২১ জেলায় ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার, আইটি সার্ভিস প্রোভাইডর এবং উইমেন কল সেন্টার এজেন্ট বিষয়ের ওপর ১০ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দিচ্ছে।

এ ছাড়াও দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশে ‘লিভারএজিং আইসিটি গ্রোথ’, ‘এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স’ শীর্ষক প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পের জন্য ৩০ হাজার দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নিয়েছে।

‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ১৬ হাজার ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোয় আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচি (জুলাই ২০১৮ থেকে জুন ২০২০) হাতে নেয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় ৯০০ জনকে বেসিক আইসিটি লিটারেসি এবং ৩০০ জনকে প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম চলমান। বাসস।