সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজেকে ‘দুর্ভাগা’ বললেন আশরাফুল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ফিরেছেন বিপিএলে। নাম লিখিয়েছেন চিটাগং ভাইকিংসে। দলটির হয়ে চলতি আসরে দুটি ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। স্বাভাবিকভাবেই টিম কম্বিনেশন থেকে ছিটকে গেছেন।

দীর্ঘদিন পর মূল ঘরানার ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন। তবে একাদশের নিয়মিত সদস্য হতে পারছেন না। বসে থেকে গরম করতে হচ্ছে সাইড বেঞ্চ। কেমন লাগছে এভাবে বসে সময় কাটাতে? এজন্য নিজেকে দুর্ভাগা মানছেন আশরাফুল। শুক্রবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ঘরের মাঠ অনুশীলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে ‘দুর্ভাগা’ বলে দাবি করেন তিনি।

অ্যাশ বলেন, নিজেকে একটু দুর্ভাগা মনে হচ্ছে। ৫ বছর পর কোনো বড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। টুর্নামেন্টটাকে প্ল্যাটফর্ম ভেবেছিলাম। বরাবরই তা বলে আসছি। তবে এটা আমার জন্য আনলাকি। দ্বিতীয় ম্যাচের পর আর খেলার সুযোগ পাচ্ছি না। হয়তো টিম কম্বিনেশনের কারণেই হচ্ছে না।

গেল আসরগুলোর চেয়ে কী এবার বিপিএলে প্রতিযোগিতা বেশি হচ্ছে? তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণেই কী দলে জায়গা হারাচ্ছেন?

জবাবে আশরাফুল যোগ করেন, বিপিএলে সবসময়ই প্রতিযোগিতা ছিল। কেবল এ বছরই না। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট খেলি ১৮০ ক্রিকেটার। সেখান থেকে ১২ জন করে ক্রিকেটার নেয় সাত ফ্র্যাঞ্চাইজি। এরপর খেলার সুযোগ পায় সাতজন করে। এদের মধ্যে যারা ভালো করে তারাই রেগুলার হয়। ম্যাচ খেলার সুযোগ পায়। এজন্য নিজেকে একটু দুর্ভাগা মনে হয়।

তবে হাল ছেড়ে দিচ্ছেন না টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ফের সুযোগ পেলে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন তিনি।