রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

নিষিদ্ধ হচ্ছেন সরফরাজ আহমেদ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার


বর্ণবাদী ও বাজে মন্তব্য করায় বেকায়দায় পড়েছেন সরফরাজ আহমেদ। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তিনি। খুব সম্ভবত নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় চলমান ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করছিলেন ফিকোয়াও। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে বণবৈষম্যমূলক ও বাজে মন্তব্য করেন উইকেটের পেছনে থাকা সরফরাজ। প্রোটিয়া ক্রিকেটারকে ‘কালো’ বলে কটূক্তি করেন তিনি।

এতেই ক্ষ্যান্ত হননি সরফরাজ। এরপর অযাচিতভাবে আরেকটি মন্তব্য করে বসেন তিনি। ফিকোয়াওকে উদ্দেশ্য করে পাক অধিনায়ক বলেন, তোমার মা আজ কোথায়, তিনি কী এখন তোমার জন্য প্রার্থনা করেছেন?

ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে সেই দৃশ্য। পরে ম্যাচটিও হেরে যায় পাকিস্তান। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমলোচনার ঝড় ওঠে। ক্রিকেটবিশ্বে সৃষ্টি হয় ব্যাপক শোরগোল এবং শুরু হয় হইচই। অনেকে সরফরাজের বহিস্কারের দাবি জানেন। খোদ তার নিজ দেশের সাবেক তারকা ক্রিকেটাররাও বিপক্ষে অবস্থান নেন। যে যার মতো করে তাকে ধুয়ে দেয়। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হন।

তীব্র রোশানলের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন সরফরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিংবা ইচ্ছে করে কাউকে এমন মন্তব্য করিনি। স্ট্যাম্প মাইকে যা শোনা গিয়েছে এবং এজন্য যারা রাগে-ক্ষোভে ফেটেছেন সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। জেনেশুনে কোনো ব্যক্তিকে আঘাত করতে চাইনি। ভবিষ্যতে যেন এমনটি না হয় সেই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকব।

কিন্তু তাতেও মনে হয় লাভ হচ্ছে না সরফরাজের। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের বাকি ৩ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। একইসঙ্গে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে। সবমিলিয়ে তার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানালেন, সরফরাজের নিকৃষ্ট ওই আচরণের বিষয়ে আইসিসিকে অবহিত করা হয়েছে। সেই ম্যাচে দায়িত্বরত ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও সরফরাজের সঙ্গে কথা বলেছেন। এবার তাকে বড় শাস্তি দেয়ার পরিকল্পনা আঁটছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। যেন ভবিষ্যতে কেউ এমন আচরণ করার দুঃসাহস না দেখায়।