নিজেদের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

গোলে পরিপূর্ণ খেলায় কোপা ডেল রেতে জিরোনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুর মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম থেকে শেষ অবধি দুই পক্ষেরই আক্রমণ ও প্রতি আক্রমণ উপভোগ করেছে দর্শক।
এদিন নিজেদের মাঠে ৪-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয় সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে গেল সোলারির শিষ্যরা।
রিয়ালের দিনেও জিরোনাকে উজ্জীবিত দেখা গেছে।
প্রতিপক্ষের মাঠেই প্রথমে লিড নিয়ে রিয়াল সমর্থকদের বুকে ঝাঁকুনি দিয়ে বসে জিরোনা।
তবে শেষ পর্যন্ত হেরে গেলেও ২ গোল দ্বিতীয় লেগের সমীকরণ খানিকটা সহজ করেছে জিরোনাও।
কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে রামোসের পা থেকে আসে জোড়া গোল। গোল করেছেন ভাসকেস। শেষ দিকে জিরোনার জালে বল জড়িয়েছেন বেনজেমা।
জিরোনার হয়ে একটি করে গোল করেছেন লোজানো ও গ্রানেল।
বৃহস্পতিবার রাতের ম্যাচটি মাঠে গড়ানোর সাত মিনিটের মাথায় রিয়ালের গোলরক্ষককে পরাস্ত করেন লোজানো। লিড নেয় তারা।
তবে সমতা আনতে তেমন একটা সময় নেয়নি রামোসের দল। লুকাস ভাসকেসের গোলে সমতায় ফেরে রিয়াল।
এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে এসে সমতা ভাঙেন সার্জিও রামোস। ভিনিসিউস জুনিয়র জিরোনার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি থেকে গোল পান রামোস।
এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে এসে রিয়াল সর্মথককে আবার থমকে দেয় জিরানো। ৬৬তম মিনিটে ডি বক্সে রিয়ালের বদলি খেলোয়াড় লরেন্তের হাতে বল লাগলে পেনাল্টি পায় জিরানো।
পেনাল্টি থেকে গোল করে ফের সমতা আনেন গ্রানেল।
এবারও জবাব দিতে সময় নেয়নি স্প্যানিশ জায়ান্টরা। কাণ্ডারির ভূমিকায় আবার দেখা গেল রামোসকে।
৭৭ মিনিটের মাথায় মার্সেলোর হাওয়ায় ভাসানো বল দৃষ্টিনন্দন হেডে জিরানোর জালে বল জড়ান রামোস।
মাত্র তিন মিনিট পরেই ভিনিসিউসের বাড়ানো বল থেকে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বেনজেমা।
ফলা ৪-২ গোলে জয় পেল স্বাগতিকরা।