সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আগুয়েরোর গোলে ইংলিশ লিগ কাপের ফাইনালে সিটি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

প্রথম লেগের ৯-০ গোলের বিশাল জয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। আর ফিরতি পর্বে বার্টন অ্যালবিওনের মাঠে বুধবার রাতে সার্জিও আগুয়েরোর গোলে অ্যাগ্রিগেট ব্যবধান আরেকটু বাড়ালো পেপ গার্দিওলার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১০-০ গোলের বড় ব্যবধান নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে উঠলো দলটি।

ম্যাচের ২৬ মিনিটে সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো। রিয়াদ মাহারেজের পাস থেকে শট করে গোলটি আদায় করে নেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি গোল করলেন তিনি।

ফাইনালে সিটি মুখোমুখি হবে বৃহস্পতিবার অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়া চেলসি-টটেনহ্যাম হটস্পারের মধ্যের জয়ী দলের বিপক্ষে। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতে ফাইনালের পথে কিছুটা এগিয়ে আছে টটেনহ্যাম।