শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

নিউজিল্যান্ড সফরে ভারত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেললেও বিরাট কোহলি খেলবেন প্রথম তিনটি। শেষ দুই ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘গত কয়েক মাসে কোহলির ওপর অনেক চাপ গেছে, এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র নির্বাচক কমিটি।’

২০১৮ সালের শুরু থেকে কোহলিকে চাপমুক্ত রাখতে তৎপর ছিল বিসিসিআই। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয় অধিনায়ককে।

গত বছর থেকে ভারতের ১৫ টেস্টের ১৪টি খেলেন কোহলি, রান করেন ১৩৪৫। এইক সময়ে ১৮ ওয়ানডে খেলে করেন ১৪০০ রান। তাতে সবশেষ আইসিসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে টেস্ট ও ওয়ানডেতেও সেরার মর্যাদা পান ভারতীয় অধিনায়ক।

কোহলির বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। তবে তার বদলে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব থাকবে রোহিত শর্মার কাঁধে। ৬ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ৩ ফেব্রুয়ারি।