মাশরাফির চাওয়াতেই দলে সাব্বির!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
নিষেধাজ্ঞা শেষ হয়নি, তবু নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সাব্বির রহমান! নির্বাচকরা নাকি দল ঘোষণার আগমুহূর্তেই জেনেছেন, এই ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা এক মাস কমে গেছে। বারবার আচরণবিধি ভঙ্গ করা এক খেলোয়াড়ের শাস্তি হঠাৎ কমিয়ে দেওয়ার একটা কারণ হতে পারে, তার পারফরম্যান্স। সাব্বিরের সে জায়গার মাটিও শক্ত নয়। তাহলে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের জানালেন, কারণটা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘চাওয়া’।
আচরণবিধি লঙ্ঘনে সাব্বির গেল কয়েক বছরে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন দুইবার। সঙ্গে আছে লাখ-লাখ টাকার জরিমানা। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভক্তের সঙ্গে ‘অশোভন’ আচরণ করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের বিশ্বকাপের বিবেচনাতে থাকায় ওই শাস্তি এক মাস কমিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
তাতে তৈরি হয়েছে সমালোচনা। এবারের নিষেধাজ্ঞার আগে ২০১৭ সালের শেষ দিকে এক কিশোরকে পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ছয় মাস, সেই সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছিল সাব্বিরকে। এর আগে ২০১৬ সালের বিপিএলে নারী কেলেঙ্কারিতে ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল তাকে। পরের বছরের বিপিএলে সিলেটের জার্সিতে খেলা সাব্বির আম্পায়ারকে গালি দিয়ে গুনেছিলেন ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা। অতীতের এই ঘটনাগুলোর পরও সাব্বিরের চলমান নিষেধাজ্ঞা কমে যাওয়া এবং দলে সুযোগ পাওয়ায় জন্ম নেয় অনেক প্রশ্ন।
এরপরও যদি ঢাল হিসেবে থাকতো মাঠের পারফরম্যান্স। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ইনিংস ছাড়া এখনও পর্যন্ত বলার মতো পারফরম্যান্স নেই তার। তবু এই ব্যাটসম্যানের দলে জায়গা পাওয়াটা নাকি অধিনায়ক মাশরাফির ‘ইচ্ছায়’। দল ঘোষণার পর প্রধান নির্বাচন নান্নু জানিয়েছেন তেমনটাই, ‘সাব্বিরের পারফরম্যান্স খুব একটা প্রভাব ফেলেনি। আমি পরিষ্কার করে দিচ্ছি, এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের (মাশরাফির) পছন্দ। ও জোরালোভাবে সাব্বিরকে চেয়েছে। আমরা (নির্বাচক) তার দাবিকে সমর্থন করেছি। ও এমন একজনকে চাচ্ছিল, যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবেই নিউজিল্যান্ডে সাব্বিরকে পাঠানো হচ্ছে। অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ভালো করবে।’
সাব্বিরকে ওয়ানডে দলে নেওয়ার পরও সংবাদমাধ্যম জানতো না তার নিষেধাজ্ঞা এক মাস কমে গেছে। প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বলার পরই বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে নান্নুর বক্তব্য, ‘এটা আমরা দল দেওয়ার আগেই জেনেছি। দল নির্বাচকের জন্য বোর্ড সভাপতির অনুমোদন লাগে। জানুয়ারির ৩১ তারিখের পর থেকে সে খেলতে পারবে, এটা আপনাদের বলা হয়নি। অনুমোদন পাওয়ার পর সাব্বিরকে নিতে আমাদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।’
বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। আরেক পেসার শফিউলকে টপকে জায়গা করে নিয়েছেন তিনি। সিলেট সিক্সার্সের এই পেসারকে সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘তাসকিন অনেক দিন ইনজুরিতে ছিল। ইনজুরি কাটিয়ে বিপিএলে ভালো করেছে। প্রথমে কেবল টেস্ট সিরিজের জন্য চিন্তা করলেও এই মুহূর্তে ওয়ানডেতেও বিবেচনা করেছি। গতির কারণে শফিউলের চেয়ে এগিয়ে গেছে তাসকিন। কেননা নিউজিল্যান্ডে গিয়ে ফাস্ট উইকেটে খেলতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট অভিষেক হওয়া তরুণ স্পিনার নাঈম হাসানও সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। নাঈমের ব্যাপারে নান্নুর ব্যাখ্যা, ‘নিউজিল্যান্ডে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে। এর বাইরে মিরাজের ব্যাকআপ হিসেবেও আমরা তাকে চিন্তা করেছি। টেস্টে সে ভালো করেছে, আশা করি ওয়ানডেতেও ভালো করবে।’
বিপিএলে টানা ব্যর্থ সৌম্য সরকারের সুযোগও জন্ম দিয়েছে বিস্ময়ের। নিউজিল্যান্ডে বাউন্সি উইকেট বলেই এই দফায় তার ওপর ভরসা রেখেছেন প্রধান নির্বাচক, ‘সৌম্য সরকারের পারফরম্যান্স আমাদেরকে হতাশ করেছে। তারপরও ওর সামর্থ্য আছে বাউন্সি উইকেট ভালো করার। এই কারণে টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে।’
