শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রণে হাত দেয়া কমাবেন যেভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

মুখে ব্রণের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর ব্রণ হলেই যে সমস্যাটি সব থেকে বেশি হয় তা হলো ব্রণে হাত দেয়া। ফলে মুখ কালো কালো দাগ ও গর্তে ভরে যায়। তাই যারা অনেক চেষ্টা করেও এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না তাদের জন্যই ডেইলি বাংলাদেশের আজকের আয়োজন।

বারবার আয়নায় ব্রণ দেখবেন না

লাল ফুলে থাকা ব্রণের দিকে চোখ গেলেই হাত দিতে মন চায়। তাই বারবার মুখ দেখা বন্ধ করুন। এটি এক ধরনের মানসিক অসুখও বটে।

কাগজে লিখে রাখুন ব্রণে হাত দেবেন না

অফিসের ডেস্কে বা বাসায় কাজের স্থানের কাছে বা আয়নায় একটা কাগজে লিখে রাখুন ব্রণে হাত দেয়া যাবে না। এতে দেখবেন আস্তে আস্তে এই অভ্যাস দূর হয়েছে।

মুখে বরফ লাগান

ব্রণ উঠেছে বুঝলেও সঙ্গে সঙ্গে বরফ লাগান। দেখবেন ব্রণ ত্বকের সাথে মিলে যাবে এবং হাত দেয়ার অবস্থাই থাকবে না। এতে ব্রণের চুলকানি, ব্যথাও অনেক কমবে।

মুলতানি মাটি ও টি ট্রি ওয়েলের মিশ্রণ

হাতের কাছে মুলতানি মাটি আর টি ট্রি ওয়েল রাখুন। এক চা চামচ মুলতানি মাটির সাথে ২-৩ ফোঁটা বডিশপ টি ট্রি ওয়েল মিশিয়ে ব্রণের উপরে লাগিয়ে রাখুন। এতে খুব দ্রুত ব্রণের ফোলা ভাব কমে যায়।

স্পট ট্রিটমেন্ট

যাদের ব্রণের সমস্যা আছে তারা স্পট ট্রিটমেন্ট রাখবেন। প্রতিদিন রাতে মুখ ধুয়ে স্কিন কেয়ারের পর ব্রণ, হোয়াইট হেডসে স্পট ট্রিটমেন্ট লাগাবেন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলবেন। অতি দ্রুত ব্রণ শুকিয়ে যাবে। আর চুলকানি কমিয়ে দেয় বলে যখন তখন নখ দিয়ে ব্রণ খোঁটার অভ্যাস কমে।