শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে, আগুন ছড়াচ্ছেন দিশা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সবে সবে ‘ভারত’ এর শুটিং শেষ করেছেন দিশা পাটানি। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন তিনি। ‘ভারত’ এর পর এবার ‘কিক’ সিক্যুয়েলেও ধরা দিবেন টাইগার শ্রফের বান্ধবীকে।

ইতোমধ্যেই নাকি দিশা ‘কিক’ এর সিক্যুয়েলের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু, শত ব্যস্ততার মাঝে দিশা যখন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার নতুন ছবি শেয়ার করলেন, তখন যেন আগুন জ্বলতে শুরু করে।
সম্প্রতি ‘এনিম্যাল প্রিন্টেড’ একটি মনোকিনি পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন দিশা। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার ভক্তরা।

দিশার ভক্তদের দাবি, সিনেমার শুটিংসহ বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে নুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি বন্ধু টাইগার শ্রফের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন দিশা পাটানি। মালদ্বীপে কখনো সাদা রঙের বিকিনি আবার কখনো সমুদ্রের মাঝে মনোকিনি পরে ভক্তদের মনে জায়গা করে নেন ‘বাঘি’ অভিনেত্রী।