শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

লাইভে নেহা কক্করের ‘আঁখ মারে’, মুগ্ধ তার ভক্তকুল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

লেগে থাকা মানেই সফলতা। আর এ কথাটা দিন দিন প্রমাণ করে যাচ্ছে নেহা কক্কর। আর এ কারণেই ভারতীয় সংগীতজগতে তার জয়জয়কার। একের পর এক সুপার-ডুপার হিট গান গেয়ে তিনি এখন তরুণ প্রজন্মের কাছে আদরণীয়-বরণীয়।

এদিকে, নেহার লাইভ শো মানেই উপচেপড়া ভিড়। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি ইনদোরে একটি লাইভ শোতে নেহা তার সুপার হিট গান ‘আঁখ মারে’ গেয়ে তার ভক্তদের মুগ্ধ করলেন।

ভিডিওটিতে দেখা যায়, নেহা মঞ্চে গাইছেন আর তাকে দেখার জন্য ও শোনার জন্য ভিড় উপচে পড়ছে।

‘আঁখ মারে’ সুপার হিট এ গানটি নতুন আঙ্গিকে কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর। গানটি রণবীর সিং ও সারা আলি খান অভিনীত ‘সিম্বা’ সিনেমায় ব্যবহার হয়েছে। যা এখন আবার নতুন করে সবার মুখে উঠে এসেছে।