বিয়েতে ইচ্ছে নায়কের, নায়িকার লিভ টুগেদারে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
‘চল বিয়ে করি.. কি! বিয়ে করবো? তুমি পাগল হয়েছ নাকি! বিয়ে না, চল আমরা একসঙ্গে থাকি। আজকাল তো এগুলো হরহামেশাই হচ্ছে আর অনেকেই থাকছে…’।
বলছিলাম বলিউডের ‘লুকা চুপি’ ছবিতে কার্ত্তিক আরিয়ান ও ক্রিতি শ্যাননের সংলাপের কথা। আর এই সংলাপগুলো যেন বর্তমান সময়ের বাস্তব চিত্রেই তুলে ধরছে।
সদ্য প্রকাশিত হয় বলিউড অভিনেতা কার্ত্তিক আরিয়ান ও ক্রিতি শ্যানন অভিনীত ছবি ‘লুকা চুপি’-এর ট্রেলার। যেখানে রোম্যান্টিকতা আর কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে লিভ টুগেদারের বাস্তব চিত্র।
ট্রেলারে দেখা যাচ্ছে হোটেলে একসঙ্গে থাকতে গিয়ে অনেকটা বিব্রতকর পরিস্থিতে পড়েন কার্ত্তিক-ক্রিতি। ভাড়া বাড়িতে থাকতে গিয়েও একই পরিস্থিতর মুখোমুখি হন এ দু’জন। কোথাও যেন স্বস্তি নেই। শেষমেষ নিজেদের পরিবারের কাছেই হাতেনাতে পড়েন ধরা।
এদিকে, ‘লুকা চুপি’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন কার্ত্তিক ও ক্রিতি। ছবিটি পরিচালনা করেছেন লক্ষন উটেকার।
এই ছবিতে কার্ত্তিক অভিনয় করেছেন একটি টেলিভিশন চ্যানেলের নামকরা প্রতিবেদকের ভূমিকায়। অন্যদিকে ক্রিতি সদ্য পড়াশোনার অধ্যায় শেষ করেছেন। ঘটনাক্রমে দু’জনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দু’জনের ভিন্ন মতামতের কারনে এক সময় সম্পর্ক জটিলতার দিকে গড়ায়।
এই ছবিতে কার্ত্তিক-ক্রিতি ছাড়াও আরো অভিনয় করেছেন অপ্রশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাথি’র মতো তারকারা। চলতি বছরের ১ মার্চ ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
