শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএফডিসি’র পরিচালক সমিতির ভোটগ্রহণ শুরু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এর পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিএফডিসি আজ সকাল ৯টায় থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ বছর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হচ্ছে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল। আর অন্যটি হলো বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী প্যানেল।

প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করবেন পরিচালক সাফি উদ্দিন সাফি।