আসিফের ‘খুশিতে, ঠ্যালায়, ভাল্লাগে, ঘোরতে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ফেসবুক দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ কথাগুলো। অনেকটা মজা করেই কথাগুলো এখন ফেসবুকে এর ওয়ালে ঘুরে বেড়াচ্ছে।
এবার এ কথাগুলোকে পুঁজি করে গান বাধলেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। আর তাতে সুর দিয়েছেন প্লাবন কোরেশী। ‘খুশিতে, ঠ্যালায়, ভাল্লাগে, ঘোরতে’ শিরোনামের এই গানটি কণ্ঠ দিবেন আসিফ আকবর।
গানটি নিয়ে আসিফ বলেন, আসলে এটি মজা করেই গাওয়া, এর বাইরে অন্য কিছু না। বিনোদনকে বিনোদন হিসেবে নেয়া। গানের কথাগুলো দারুণ। আশা করি, এটি সাবার ভাল্লাগবে।
‘খুশিতে, ঠ্যালায়, ভাল্লাগে, ঘোরতে’ গানের কথাগুলো এমন-ভাল্লাগে তোমার বাড়ির পাশে এলে/ ভাল্লাগে তোমার একটু দেখা পেলে/ ভাল্লাগে তোমার আওয়াজ যদি শুনি ভাল্লাগে তোমায়, ওগো টুনটুনি/ আজ তুমি নাই তবু- খুশিতে, ঠ্যালায়, ঘোরতে এসেছি আমি/ যন্ত্রণা পাই তবু- খুশিতে, ঠ্যালায়, প্রেমের জলে নামি।
