শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অবশেষে তোলপাড় সিনেমার নায়িকা ফাইনাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

মিজানু রহমান মিজান এর পরিচালনায় সুইট ড্রিম মাল্টিমিডিয়ার প্রযোজনায় গত বছর শুটিং শুরু করেন তোলপাড় সিনেমা। এটি একটি এ্যাকশনধর্মী চলচ্চিত্র। গল্পটাও দুই ভাগে বিভক্ত।

এই ছবিতে সনি রহমানকে দেখা যাবে একজন এ্যাকশন হিরো হিসেবে। ১ম পর্বে ফাস্ট পার্ট গল্পে কাজ সম্পূর্ণ হয়। এই ছবিতে সনি রহমানকে ৩ টি গেটাপে দেখা যাবে। টু পার্ট গল্প, গেটাপ আর পুরো এ্যাকশন ধর্মী ছবি হওয়ার  কারনে অনেকটা সময় নিয়ে কাজটি শেষ করা লাগছে।

এদিকে ২য় পার্ট গল্পে জন্য নেয়া হয়েছে নতুন আর এক নায়িকা।অনেক জল্পনা কল্পনায় পরিশেষে ফাইনাল হলো নতুন মুখ।আর এই নতুন মুখের নায়িকা নিয়েই ফেব্রুযারীর ৪ তারিখ থেকে পুনরায় শুরু হচ্ছে তোলপার সিনেমার শুটিং।