শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিনয়ের ইচ্ছে অমিতাভ নাতনি নন্দার, ভিন্ন কথা শ্বেতার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

বচ্চন পরিবারের নাতনি হয়েও শোবিজ-এর জগত থেকে দূরে সরে রয়েছেন তিনি। তাকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ পড়তে শুরু করলেও, বলিউডের মেনস্ট্রিম থেকে দূরেই রাখা হয়েছে তাকে। বলছিলাম নভ্য়া নভেলি নন্দার কথাই।

তার রূপে চোখ জুড়লেও, বচ্চন কিংবা নন্দা পরিবার এখনো পর্যন্ত এ বিষয়ে সবুজ সঙ্কেত দেয়নি। লাইট, ক্যামেরার এত কাছাকাছি থেকেও কেন নভ্যা নভেলিকে বলিউডে পা রাখতে দেননি শ্বেতা বচ্চন?

সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর কাউচে বসে শো-এর সঞ্চালকের এমন প্রশ্নের মুখোমুখিই হতে হয় বচ্চন-কন্যাকে। যার উত্তরে শ্বেতা বলেন, বচ্চন পরিবারের মেয়ে তিনি। ছোট থেকেই পরিচিত গ্ল্যামার জগতের সঙ্গে। ফলে, এই পরিবারের সঙ্গে থাকতে থাকতে তিনি বুঝেছেন, কোনো সিনেমা ভাল ব্যবসা না করতে পারলে, পরিবারের মানুষগুলোর উপর দিয়ে কেমন ঝড় বয়ে যায়।

প্রতিনিয়ত ইনস্টাগ্রামে অভিষেক বচ্চনকে কোন কোন কটাক্ষের সম্মুখীন হতে হয়, তা দেখেছেন তিনি। ভাই অভিষেক কীভাবে এত সমালোচনা সহ্য করেও ঠাণ্ডা মাথায় তার উত্তর দেন, তা কাছ থেকেই সব সময় দেখতে পান তিনি। আর এইসব দেখেশুনেই তিনি মেয়ে নভ্যাকে বলিউডে আসতে দেননি।

এদিকে, বলিউডে নন্দার অভিনয় করার ইচ্ছে রয়েছে কিনা জানতে চাওয়া হলে শ্বেতা বলেন- যেখানে নিজের নানা-নানী, মামা-মামী অভিনয় করেছেন যেই পরিসরে আসতে চাওয়া তো নন্দার অনেক দিনের ইচ্ছেই।

অভিনয় জগতে পা রাখলে, যে মানসিক দ্বন্দ মানুষকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়, তা থেকে দূরে সরিয়ে রাখতেই মেয়ে নভ্যাকে বলিউডে পা রাখতে দেননি বলেও জানান শ্বেতা বচ্চন।