সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ প্রচার করা হবে। এতে তিনি দেশবাসীর উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হয়েছে। এতে তিনি দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি, সুশাসন প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তার পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন।