রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেজুরের রসের বরা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

চলছে শীতের মৌসুম।শীতে খেজুরের রসের বরা ও পায়ের পছন্দ অনেকের।খেজুরের রসের বরার স্বাদ ভোলার নয়। আমরা সাধারণত তাল ও কাঁঠালের বরা খেয়ে থাকি।তবে আপনি চাইলে পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন খেজুরের রসের বরা।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন খেজুরের রসের বরা।

যা লাগবে

সুজি ১ কাপ, চালের গুঁড়া ১ থেকে ২ কাপ, ময়দা পরিমাণমতো, ডিম ১টি, লবণ পরিমাণমতো, চিনি ১ থেকে ২ চা চামচ।

রসের জন্য

খেজুরের রস ২ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, তেজপাতা ১টি, দারুচিনি ২ থেকে ৩টি, এলাচ ২ থেকে ৩টি।

যেভাবে করবেন

সুজি, চালের গুঁড়া, ময়দা, ডিম, লবণ ও চিনি একসঙ্গে মেখে ছোট ছোট বল করতে হবে। এ বলগুলোকে ডুবু তেলে লাল করে ভেজে নিন। আলাদাভাবে রস অন্য চুলায় বসাতে হবে।

অর্ধেক কমে এলে লবণ, চিনি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে একটু ঘন করুন। জ্বাল দেয়া অবস্থায় বলগুলোকে ২ থেকে ৩ মিনিট পর চুলার জ্বাল নিভিয়ে নিন। এরপর সাজিয়ে পরিবেশন করুন মজাদার খেজুরের রসবরা।