সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাভানি-ডি মারিয়ার গোলে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় পিএসজি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফরাসি কাপের শেষ ষোলোতে জায়গ করে নিলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (২৩ জানুয়ারি) স্ট্রাসবুর্গের বিপক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়া ও এডিনসন কাভানির গোলে ২-০ তে জয় তুলে আসরের শেষ ষোলোয় পৌঁছে গেছে থমাস তুখেলের দল।

এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

ঘরের মাঠে এই ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় পিএসজি। গোল করে দলকে এগিয়ে নেন কাভানি। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা।

আর ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুখেলের ছাত্ররা।