সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইনজুরিতে নিশিকোরির বিদায়, সেমিতে জোকোভিচ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দারুণ এক লড়াইয়ের জন্য অপেক্ষা করেছিলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু সবাইকে হতাশায় ফেলে ইনজুরির কারণে কোর্টে নামার কিছুক্ষণ পরেই অবসর নেন জাপানিজ তারকা নিশিকোরি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ৬-১, ৪-১ সেটে জোকোভিচ এগিয়ে থাকাকালীন অবসর নেন তিনি।

৫১ মিনিটের ছোট্ট লড়াইয়ে অবধারিতভাবেই এগিয়ে ছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচ। ম্যাচ শেষে সেমিতে উঠে জোকোভিচ বলেন, ‘অসাধারণ অনুভব করছি। এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট আমার জীবনের অন্যতম সফলময় একটি টুর্নামেন্ট। ২০০৮ সালে প্রথম জিতেছিলাম আমি।’

রেকর্ড সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে সেমিতে জোকোভিচ লড়বেন ২৮তম বাছাই ফ্রান্সের লুকাস পৌলির বিপক্ষে। নিশিকোরির ইনজুরিতে এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি জোকার।

তিনি বলেন, ‘তার জন্য খুব খারাপ লাগছে। সে ব্যথা নিয়ে খেলে গেছে। গেল কয়েক বছর সে অনেকগুলো ইনজুরির ভেতর দিয়ে গেছে। সে কখনোই চায় নাই এমনভাবে বিদায় নিতে।’