বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৬ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সিলেট সদর উপজেলার টিলাগড়-আলুরতল রোডের টিলাগড় ইকোপার্ক সংলগ্ন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত এই প্রতিষ্ঠান ২০০৭ সালের ২৬ জানুয়ারী একাডেমিক কার্যক্রম শুরু করে ।

বর্তমানে এখানে সিএসই, সিই ও ইইই ৩টি বিভাগ চালু আছে। প্রতিষ্ঠালগ্নে শুধুমাত্র সিএসই বিভাগ থাকলেও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সিই বিভাগ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইইই বিভাগ চালু হয়। প্রায় ৭০০ শিক্ষার্থীর এই ক্যাম্পাসে রয়েছে ৩টি বিভাগের জন্য আলাদা আলাদা ভবন। এছাড়াও আছে প্রশাসন ভবন, লাইব্রেরী ভবন, প্রিন্সিপালের বাসভবন, শিক্ষকদের বাসভবন, ছাত্রদের জন্য ২টি হল এবং ছাত্রীদের জন্যে আছে ১টি হল। রয়েছে পর্যাপ্ত ল্যাব সুবিধাও।

প্রতিবছর ভর্তি পরীক্ষায় লিখিতভাবে তিনটি বিভাগের জন্য সর্বমোট ১৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে অনুরুপভাবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকেও প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রত্যাশা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার। তাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি , দ্রুত কলেজটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা। এ ব্যাপারে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিএসই সোসাইটি'র সেক্রেটারি গোলাম জাকারিয়া নাফলু বলেন,"প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই ক্যাম্পাস প্রতিষ্ঠালগ্ন থেকেই বেশ সুনামের সঙ্গে সিলেটের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে আছেন আমাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরা।

আমরা আশাবাদী আমাদের এই ক্যাম্পাস তার সাফল্যের ধারা অব্যাহত রেখে একদিন পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে তুলে ধরবে। "

প্রতিষ্ঠালগ্ন থেকে স্থায়ী শিক্ষক সংকটে থাকা প্রতিষ্ঠানটির বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক আছেন। শীঘ্রই বেশ কয়েকজন শিক্ষক যোগদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনটি বিভাগের বিভাগীয় প্রধানরা। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান শামসুল ইসলাম বলেন," সম্প্রতি আমাদের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আশা করি, খুব দ্রুত তারা যোগান করবেন। "