গুগলকে ‘জরিমানা’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ইউরোপীয় ইউনিয়নের নতুন গোপনীয়তা আইন জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) ভঙ্গের কারণে গুগলকে জরিমানা করেছে ফ্রান্স। জিডিপিআর কার্যকর হওয়ার পর গুগল প্রথম কোনো মার্কিন কোম্পানি যাকে জরিমানা করা হলো।
ওয়াশিয়টন পোস্টের খবরে বলা হয়, ফ্রান্সের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গুগলকে ৫ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে। গত বছরের ২৫ মে ইইউর জিডিপিআর কার্যকর হয়। ওই সময় গ্রাহক তথ্যের সুরক্ষা নিয়ে তীব্র সমালোচনার মুখে থাকা আইনটি মেনে চলার ঘোষণা দেয় একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। কিন্তু সর্বশেষ নিজেদের কথা ধরে রাখতে না পারায় এই জরিমানা গুনতে হচ্ছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।
ফ্রান্সের শীর্ষ ডাটা প্রাইভেসি ওয়াচডগ সিএনআইএলের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার নিয়ে জবাবদিহিতায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে গুগল। ব্যক্তিগত তথ্যে গ্রাহকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গড়িমসি করা হয়েছে, যা জিডিপিআর আইনের পরিপন্থী।
গুগল জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সে একটি মাত্র অভিযোগের রায়ে গুগলকে ৫ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। বাকি অভিযোগগুলো প্রমাণিত হলে গুগলের জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৪৭০ কোটি ডলার ছাড়াতে পারে।