শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করছেন শবনব ফারিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

অবশেষে ফেসবুকে পাওয়া বন্ধুকে বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। তিন বছরের বন্ধুত্ব সম্পর্ককে এবার পরিণতি দিচ্ছেন ফারিয়া।

 

উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময়ে ফারিয়ার বিয়ে নিয়ে গুঞ্জন রটে।

সেই সময় নিজের বিয়ের কথা অস্বীকার করেন এ অভিনেত্রী।

তবে কবে ও কাকে বিয়ে করছেন, সে বিষয়ে শিগগিরই জানাবেন বলেছিলেন তিনি।

অবশেষে কিছুটা দেরিতে হলেও কথা রেখেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

জানালেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই হাতে মেহেদি লাগাবেন।

কে হবেন তার বর তাও জানিয়েছেন ফারিয়া। হবু বরের নাম হারুনুর রশীদ অপু। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

শবনম ফারিয়া বলেন, পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে আমাদের। আগামী বছর ১ ফেব্রুয়ারি বিয়ের তারিখে ফেলা হয়েছে। তার ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনুষ্ঠানিকভাবে এ বিয়ে আরও দুবছর আগেই হওয়ার কথা ছিল বলে জানান ফারিয়া। কিন্তু সে বছর অপুর বাবা ও পরের বছর শবনমের বাবা মারা যান। এ কারণে বিয়ে দুই বছর পিছিয়ে যায় বলে জানান শবনম ফারিয়া।

অপুর সঙ্গে কীভাবে পরিচয়? সে প্রসঙ্গে শবনম ফারিয়া জানান, ‘তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। ২০১৫ সালে ফেসবুকে আমাদের দুজনের বন্ধুত্ব হয়। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এর পর ম্যাসেঞ্জারে কথা বলতে বলতে ভালো বন্ধুত্ব তৈরি হয়। অবশেষে দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে হচ্ছে আমাদের।

প্রসঙ্গত, ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া অভিষেকেই মাতাচ্ছেন বড় পর্দা। সম্প্রতি ‘দেবী’ ছবির নিলু চরিত্রটিতে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।