বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ড. আবদুস সোবহান গোলাপকে গণসংবর্ধনা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মাদারীপুর-৩ আসনের এমপি আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে মঙ্গলবার দুপুরে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ‘কালকিনিবাসী দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে’

কালকিনি ও মাদারীপুরের ৫টি ইউপি থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ জড়ো হয় সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, যারা সন্ত্রাস করেছে, যারা অপরাজনীতি করেছে সেই অপশক্তির বিরুদ্ধে আপনারা ভোট দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করাসহ তাকে নির্বাচিত করায় তিনি কালকিনিবাসীকে ধন্যবাদ জানান।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্য ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এনায়েত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান সরদার প্রমুখ।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।