জাহ্নবীকে দেখে ‘সারা জি’ বলে ডাক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
নেহা ধুপিয়ার টক শো-এর জন্য হাজির হয়েছিলেন বন্ধুদের সঙ্গে। শো-এর জন্য তৈরি হয়ে তিনি যখন ভ্যানিটি ভ্যান থেকে নামেন, তখন শ্রী-কন্যাকে দেখে ‘সারা জি’ বলে চিৎকার করে ওঠেন এক সাংবাদিক।
পাপারাত্জির সেই কীর্তি দেখে প্রথমে হেসে ফেলেন জাহ্নবী। পরে আঙুল উঁচু করেই তাকে বলেন, আপনি জেনে বুঝে এমন করেছেন তো? যদিও ‘ধড়ক’ অভিনেত্রীকে ‘সারা জি’ বলে ডাকায় যে তিনি চোটে যান, এমন নয়। উল্টে হাসি মুখেই গোটা পরিস্থিতি সামাল দেন।
‘ধড়ক’ দিয়ে বলিউডে ডেবিউ করেন শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। শাহিদ কাপুরের ভাই ঈশান খটটরের বিপরীতে অভিনয় করেন তিনি।
বলিউডে ডেবিউ করলেও, জাহ্নবী এখনো তারকা হয়ে উঠতে পারেননি। তারকা-সন্তান হিসেবেই তিনি পরিচিত। তাই ফিল্মি কেরিয়ারে সাফল্য পেতে হলে, জাহ্নবীকে এখনো অনেকটা তৈরি হতে হবে বলেই মনে করছেন ফিল্ম ক্রিটিকরা।
অন্যদিকে প্রথমে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করেই দর্শকদের মন জয় করে নেন সইফ আলি খান এবং অমৃতা সিং-এর মেয়ে সারা আলি খান। ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই ফের প্রকাশ্যে আসে ‘সিম্বা’।
আর এ সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এই সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করে, লাইম লাইট কেড়ে নিয়েছেন পতৌদি পরিবারের নাতনি। আর এখানেই বেঁধেছে গোল।
পর পর দুই তারকা-সন্তান বলিউডে ডেবিউ করায়, তাদের নিয়ে ইতোমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মনে করছে বি টাউন।
