শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিরক্তির নাম ঐশ্বরিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ঐশ্বরিয়া বচ্চন বাড়ির বউ হয়ে আসার পর নাকি সেখানকার কিছুই বদলায়নি। কে বলেছে এ কথা? স্বয়ং তার ননদ, লেখিকা শ্বেতা বচ্চন নন্দা। টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে কথা বললেন তার স্বামী অভিষেক বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দা। কী অপছন্দ সেসবের পাশাপাশি ঐশ্বরিয়ার নানা গুণের কথাও বলেছেন তারা। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এসেছিলেন উপস্থাপকের বাল্যবন্ধু অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা। ঐশ্বরিয়া বউ হয়ে আসার পর অভিষেকের জীবনের পরিবর্তন সম্পর্কে জানতে চেয়েছিলেন করণ জোহর।

 

অভিষেক বলেছেন, তেমন কিছুই বদলায়নি। আর শ্বেতা মনে করেন, ‘সংসারে নতুন কেউ এলে দায়িত্ব নেওয়ার লোকটি কেবল বদলায়। ঐশ্বরিয়া আসার পর আমি একটু স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে অভিষেকের কাজগুলো বোঝার মতো একটা মানুষ পাওয়া গেল।’ ঐশ্বরিয়াকে পছন্দের কারণ হিসেবে তিনি বলেন, ‘তাকে পছন্দ করি কারণ সে আত্মপ্রত্যয়ী, শক্ত মেয়েমানুষ এবং ভালো মা। তবে বিরক্ত লাগে তার কড়াকড়ি। এমন নিয়মকানুন মেনে সে সংসার চালায়, সব সময় বাড়ি গোছগাছ করে রাখে, ফোনে প্রায়ই পাওয়া যায় না, এসব ভালো লাগে না।’