শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

টস জিতে বোলিংয়ে মুশফিকের চিটাগং ভাইকিংস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস আর রাজশাহী কিংস। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

দুই দলের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। মুশফিকের দল ৬ ম্যাচ খেলে জিতেছে ৫টিতেই। ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার দ্বিতীয় অবস্থানে।

অপরদিকে ৭ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে রাজশাহী কিংস। ৮ পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের দল আছে তালিকার পঞ্চম অবস্থানে।

এই ম্যাচ জিতলে চারে উঠে আসার সুযোগ থাকবে রাজশাহীর। আর চিটাগং জিতলে ঢাকা ডায়নামাইটসকে পেছনে ফেলে তারা উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।