শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সুরস্রষ্টা’র রেখে যাওয়া কিছু জনপ্রিয় গান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রখ্যাত সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর আফতাবনগরের বাসায় মারা গেছেন। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত বুলবুলের জীবনের শেষ সময়টা ছিল চার দেয়ালে বন্দি। বাসায়ই পরিবার পরিজন নিয়ে সময় কাটত তার। মাঝে মাঝে বন্ধু-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আড্ডাও দিতেন।

জীবনের শেষ দিকে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি খুব কমই চোখে পড়েছে। হার্টের অসুখ তাকে বেশ পীড়া দিচ্ছিল। সেই অসুখই কাল হল তার। গত বছর হার্টে ৮টি ব্লক ধরা পড়ার পর তার বুকে দুটি রিং পরানো হয়। সুস্থ হয়ে বাসায় ফেরার পর আর সেভাবে গানে ফেরা হয়নি এই সুরকারের।

তবে এই সুরস্রষ্টা নিজের ভক্তদের জন্য রেখে গেছেন তার গান। জনপ্রিয় গানের পাশাপাশি উপহার দিয়েছেন কালজয়ী বাংলা গানও। আর এসবের অধিকাংশই তার লেখা।

এদিকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের রচিত ও সুরারোপিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, মনির খান ও আগুনসহ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

কালজয়ী ও জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- সবক’টা জানালা খুলে দাও না, সেই রেল লাইনের ধারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার আট কোটি ফুল দেইখো গো মালি, একতারা লাগে না আমার দোতারাও লাগে না, আমি জায়গা কিনবো, আম্মাজান আম্মাজান, পড়ে না চোখের পলক, যে প্রেম স্বর্গ থেকে এসে, তুমি মোর জীবনের ভাবনা, চিঠি লিখেছে বউ আমার, আমার দুই চোখে দুই নদী, একাত্তরের মা জননী, জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে, আমার বাবার মুখে প্রথম যেদিন, আমি জীবন্ত একটা লাশ, অনেক সাধনার পরে, আমি তোমারই প্রেমও ভিখারি, আমি তোমার দু’টি চোখে দু’টি তারা হয়ে থাকবো, আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে, তোমায় দেখলে মনে হয়, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, জীবনে বসন্ত এসেছে, বিধি তুমি বলে দাও আমি কার, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, চোখের ভেতর কল বসাইছে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, আট আনার জীবন, আমায় অনেক বড় ডিগ্রি দিসে ও ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ।