বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম বিতরণ শুরু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

কিশোরগঞ্জ-১ উপনির্বাচন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম বিতরণ শুরু হয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) উপনির্বাচন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পৌরসভা (৩টি) ও ইউনিয়ন পরিষদ (৩০টি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

এ তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।