‘কিভাবে পকেট ভারী করছেন, সে হিসেবও আছে!’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
সরকারি পরিবহন সেবা প্রতিষ্ঠান বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, বিআরটিসিতে অনিয়ম ও জঞ্জাল বাসা বেঁধেছে। এখানে কার ইনকাম কিভাবে হয়, তা আমি জানি। বিআরটিসি কর্মকর্তারা কিভাবে পকেট ভারী করছেন, সে হিসেবও আমার কাছে আছে।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ভবনে সংস্থাটির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় বিআরটিসিকে ঢেলে সাজাতে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বারে বারে লোকসান দিয়ে কেন চলবে এ প্রতিষ্ঠান। এ প্রেক্ষিতে বিআরটিসি চেয়ারম্যানের কাছে অবিলম্বে লিজ দেয়া সব বাসের বিস্তারিত হিসাব ও তথ্য জানতে চান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নতুন গাড়ি আসলে জনগণের জন্য স্বস্তি হয়। তবে আমার অভিজ্ঞতা সুখকর নয়। এর আগেও আর্টিকুলেটেড, এসি ও ডাবল ডেকার বাস এসেছে। কিন্তু ডাবল ডেকার বাসগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে খারাপ অবস্থায় আছে। নতুন বাস কতদিন সাস্টেনেবল হবে এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি জানান, আগামী এপ্রিলের মধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র বহরে ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক যুক্ত হতে যাচ্ছে। এতে একদিকে বিআরটিসি’র সক্ষমতা বাড়বে, অপরদিকে যাত্রী পরিবহন সেবাও সম্প্রসারিত হবে।
সেতুমন্ত্রী বলেন, বিআরটিসিতে দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবস্থান করছে। সংস্থাটির গাড়িবহর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হচ্ছে সফটওয়্যারভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা।
এরইমধ্যে রাজধানীর কল্যাণপুর, মতিঝিল ও গাবতলী ডিপোতে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, এতে দুর্নীতি কমার পাশাপাশি সেবার মানও বৃদ্ধি পাবে। এসময় মন্ত্রী বিআরটিসির জনবল বৃদ্ধির উদ্যোগ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এদিকে, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, বর্তমানে বিআরটিসি বহরে ৯২০টি বাস ও ৮৫টি ট্রাক আছে। নতুন গাড়ি যুক্ত হলে এ সংখ্যা দ্বিগুন হবে।
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ডিপো ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।
