বাবার কাঁধে চড়ে কোথায় যাচ্ছে তৈমুর?
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
মুম্বাই বিমানবন্দরে তৈমুরকে কাঁধে চড়িয়ে হেঁটে যাচ্ছেন সাইফ আলি খান। সঙ্গে তৈমুরের মা বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও আছেন।
বাবার কাঁধে চড়ে হাশিখুশি স্টার কিড তৈমুর। হঠাৎ করেই কোথায় আর কোন উপলক্ষে যাচ্ছে এ পরিবার?
কোনো ছবির শুটিংয়ে নয়তো!
জানা গেল, বাবা-মায়ের সঙ্গে সুদূর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে তৈমুর। তবে কোনো শুটিংয়ে নয়, আসছে ২০ ডিসেম্বর পতৌদি পরিবারের এই কনিষ্ঠ সদস্যের জন্মদিন।
আর এবার মেন্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকায় উদযাপন হবে তৈমুরের দ্বিতীয় শুভ জন্মদিন।
সে লক্ষ্যেই রোববার সকালেই মুম্বাই ছেড়েছেন তারা। আর সে ঘটনা উঠে এসেছে পাপারাজ্জিদের ক্যামেরায়।
গত সপ্তাহে ধুমধাম করে তৈমুরের প্রাক জন্মদিন উৎসব পালিত হল।
সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু কারিনা কাপুরের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।
সেখানে ছিলেন তৈমুরের বোন ইনায়া। কারিনার বোন কারিশমা কাপুর তার ছেলে কিয়ান ও মা ববিতাকে নিয়ে এসেছিলেন।
এসেছিলেন রণবিজয় সিংয়ের কন্যা কায়না। আরও উপস্থিত ছিলেন সোহা আলি খান, কুনাল খেমু, ইনায়া, কায়ানাত ও রণবিজয় সিং।
উল্লেখ্য, ভারতে এ সময়ের স্টার কিড তৈমুর সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের একজন। তার জনপ্রিয়তার কাছে হার মেনেছে অনেক বলি সেলিব্রেটিরাও।
কখনও খবরের শিরোনামে উঠে এসেছে তৈমুর। এবারের গুগল ইন্ডিয়ায় সার্চের তালিকার দশে স্থান করে নিয়েছে সে।
দক্ষিণ আফ্রিকায় তৈমুরের দ্বিতীয় জন্মদিন কেমন জাঁকজমক হবে তা দেখতে অবশ্যই মুখিয়ে থাকবেন ভারতীয় নেটিজেনরা। সে কথা চোখ বুজেই বলা যায়।
