বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কারচুপির প্রমাণ জোগাড়ে টিআইবির মনগড়া প্রতিবেদনই ভরসা বিএনপির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নানা কৌশল করলেও তাতে জনগণের কোন সমর্থন পাচ্ছে না বিএনপি। কোন কূলকিনারা না পেয়ে তারা এখন নির্বাচনের বিভিন্ন তথ্য জোগাড় করে বই প্রকাশে জনগণের সঙ্গে প্রতারণা নতুন কৌশল অবলম্বন করছে দলটি।

জানা গেছে, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উপর ভর করে তথ্য সংগ্রহের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির একটি সূত্রের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সূত্র বলছে, ভোটে অনিয়মের কথা তুলে ধরতে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে আসন ভিত্তিক ফরম পাঠাচ্ছে কেন্দ্রীয় বিএনপি।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির মনোনয়ন বঞ্চিত এক নেতা বলেন, নামমাত্র দালিলিক তথ্য সংগ্রহের জন্য ফরম পাঠাচ্ছেন কেবল শো‘আপ করার জন্য। মূলত বিএনপির নেতারা টিআইবির প্রতিবেদনের উপরে ভর করেই নির্বাচনে অনিয়মের অভিযোগ করবে। কারণ বিএনপির হাতে ভোট কারচুপির নির্দিষ্ট কোন তথ্য নেই। সেক্ষেত্রে টিআইবি’র তথ্যের উপর ভিত্তি করে বই প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছেন নেতারা।

এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, টিআইবির প্রতিবেদন এমনিতেই পক্ষপাতদুষ্ট। তাদের প্রতিবেদনটি ‘গবেষণা প্রতিবেদন’ বলা হলেও গবেষণার কোন পদ্ধতিই তারা অনুসরণ করেনি। এছাড়া দলীয় কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নির্বাচনে অনিয়ম হয়েছে- এমন দাবি করলে তা পক্ষপাতদুষ্ট হবে।

প্রসঙ্গত, টিআইবি সম্প্রতি সংসদ নির্বাচনকেন্দ্রিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা- এরইমধ্যে দেশব্যাপী সমালোচিত। কেননা, গবেষণা করতে যেসব পদ্ধতি প্রয়োগ করতে হয়, তার কোনটিই প্রয়োগ করা হয়নি বলে প্রতীয়মান হয়। এমনকি গবেষণা বিষয়ক কোন পদ্ধতির বর্ণনাই উল্লেখ করেনি প্রতিবেদনটিতে। কিন্তু সচেতন মানুষ মাত্রই জানেন, গবেষণার পদ্ধতি এবং প্রয়োগের বিষয়ে প্রতিবেদনে বিভিন্ন তথ্য তুলে ধরা বাঞ্ছনীয়। নইলে প্রতিবেদনটি সচেতন মানুষের সংশয় তৈরি করতে পারে। টিআইবির প্রতিবেদনটিতে গবেষণা সংক্রান্ত কোন তথ্য তুলে না ধরায় এ সত্য উন্মোচিত যে, প্রতিবেদনটি মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে ভোটে অনিয়ম বিষয়ে তথ্য সংগ্রহ করতে যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে তা এরইমধ্যে সমালোচিত হয়েছে। বিশ্লেষকরা বলছে, ভোটের কারচুপির তথ্য নিলে অবশ্যই তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে নিতে হবে অথবা লিখিত কোন ডকুমেন্ট থেকে নিতে হবে। কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, আসন ভিত্তিক কর্মীদের মাধ্যমে ভোটের অনিয়ম বিষয়ে তথ্য সংগ্রহ করবে তারা। যা পক্ষপাতদুষ্টের নামান্তর।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ আরাফাত বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বারবার বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে বিএনপি, যা দলটির অস্তিত্ব সংকট প্রকাশ্যে নিয়ে আসছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে শক্ত কোন তথ্য-উপাত্ত না পেয়ে তুলনামূলক স্থূল যুক্তি দাঁড় করছে। তারা বুঝতে পারছে না- এতে তাদেরই ক্ষতি হচ্ছে।

এদিকে টিআইবির প্রতিবেদনের উপর ভরসা করে বিএনপি তথ্য জোগাড় করার কথা জানালে অধ্যাপক এ আরাফাত বলেন, যে প্রতিবেদন ভুলে ভরপুর, মনগড়া, বানোয়াটের তকমা পেয়েছে, তার উপর নির্ভর করে বিএনপি যদি অভিযোগ করে তবে তা হবে অত্যন্ত লজ্জার। বিএনপির উচিৎ এসব ভুল না করে স্বচ্ছ রাজনীতিতে প্রবেশ করা।