আ`লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বুধবার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে বুধবার।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংসদ ও সিটি নির্বাচনের পাশাপাশি তিনটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্যও একই সময়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন, উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচন এবং কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
