প্রেমিক হারিয়ে কাঁদছেন নেহা কাক্কর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
সাবেক প্রেমিক হিমাংশকে হারিয়ে কাঁদছেন বলিউডে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর। পুরনো প্রেমের স্মৃতি মনে করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন-‘জানতাম না, জগতে এত খারাপ মানুষ আছে। সব কিছু হারিয়ে এখন তা বেশ বুঝতে পারছি।’
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই দুজনকে আনফলো করেছেন। এরই মধ্যে হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা।
মাত্র তিন মাস আগে নিজেদের প্রেমকে সবার সামনে নিয়ে এসেছিলেন তারা। কিন্তু এর মধ্যেই সব শেষ। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না।
হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর প্রথম নিজেকে নিয়ে লিখেছেন নেহা কাক্কর। তিনি একজন সেলিব্রেটি। কিন্তু তার পরও তিনি আর দশজনের মতো একজন মানুষ। অন্যদের মতো তারও কষ্ট হয়, আনন্দ হয় এবং হারানোর জন্য বেদনা অনুভব করেন।
তিনি লিখেছেন-‘সেলিব্রেটি বলে আমি আমার অনুভূতি শেয়ার করতে পারব না! আমি লিখতে চাইনি। সেলিব্রেটিদের দুটি জীবন—একটি ব্যক্তিগত, অন্যটি পেশাগত। ব্যক্তিজীবনে যা-ই খারাপ হোক না কেন, পেশাগত জীবনে আমাদের সবসময় হাসিখুশি থাকতে হয়। কিন্তু আমি একটু বেশি ভেঙে পড়েছি।’
নেহা কাক্কর জানালেন, হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর তিনি বন্ধু, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী-এমনকি ভক্তদের কাছ থেকেও নানা নেতিবাচক মন্তব্য পেয়েছেন। এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না।
এ বছর ১৩ এপ্রিল ‘কিস ডে’ সেলিব্রেট করেন নেহা কাক্কর আর হিমাংশ কোহলি। এর পর নিজেদের অন্তরঙ্গ কিছু ছবি তারা শেয়ার করেন ইনস্টাগ্রামে। নেহা কাক্কর বলিউডে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক। আর হিমাংশ কোহলি এ পর্যন্ত ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার প্রথম ছবি ‘ইয়ারিয়া’ (২০১৪)।
